মেয়েরা পথ দেখাচ্ছে আজ

এসব লেখার উদ্দেশ্য হলো নিজেদেরকে মনে করিয়ে দেওয়া, লড়াই থেমে নেই কোথাও। দিকে দিকে, দেশে দেশে, মেয়েরাই আজও পথ দেখিয়ে নিয়ে চলেছে। তাদের মতো করে, তাদেরই সংগ্রামের মাধ্যমে। মাহসা আমিন, অথবা রুশ প্রতিবাদী যে কেউই হোক, প্রত্যেকে, প্রত্যেকের মতো করে ইতিহাসের জন্ম দিয়ে চলেছে। আমরা সেই কথাগুলোকেই শুনতে চাই, শোনাতে চাই, ছড়িয়ে দিতে চাই। মেয়েরা জানুক যে মেয়েরাও, মেয়েরাই - ইতিহাসকে পালটিয়ে ফেলার ক্ষমতা দেখিয়েছে বারংবার।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 23 September, 2022 | 334 | Tags : Female Movement  Yulia Navalnaya  Russian Female Activists  Mahsa Amini   Iran